২০১৬ সালে মহরত হয়েছিল অধরা খান অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির। এরপর অধরা অভিনীত ‘মাতাল’ ও ‘নায়ক’ নামক দুটি ছবি মুক্তি পেলেও ছবিটি আলোর মুখ দেখছিল না। অবশেষে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা হলে আসছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ছবিটি সারাদেশে মুক্তি পাবে।
ছবিটির শুটিংসহ অন্যান্য কাজ শেষ হয়েছে বহু আগে। নির্মাণ শুরুর পাঁচ বছর মুক্তি পাচ্ছে, এর কারণ হিসেবে ছবির পরিচালক শাহীন সুমন বলেন, ‘আসলে এখন তো আর কারণ বলে লাভ নেই। বিভিন্ন কারণই ছিল ছবি মুক্তি না দেওয়ার। এখন আপাতত ১৯ ফেব্রুয়ারি ভালোভাবে যাতে দর্শকদের সামনে ছবিটি আনতে পারি তা নিয়ে চিন্তা করছি।’
বুধবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির ফার্স্ট লুক প্রকাশের কথা রয়েছে।
‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূর। এছাড়া ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সুমিত সেনগুপ্ত। প্রযোজনা করেছে সিক্স ডি প্রোডাকশন।