Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক ছাড়লেন ন্যানসি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৩

ফেসবুক নিয়ে বেশ বিরক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিল্পী ন্যানসি। বিরক্ত হয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ফেসবুক ছাড়ার আগে  ন্যান্সি জানান,  বিকৃত রুচির মানুষদের কাছ থেকে বেঁচে থাকতে ফেসবুক থেকে তিনি নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ফেসবুক ছাড়ার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘অযাচিত কৈফিয়ত দেবার আগ্রহ হারিয়েছি অনেক আগেই। এখন নতুন করে কাউকে জবাবদিহি করার কারণ খুঁজে পাচ্ছি না।  দেখেও না দেখার ভান করা স্বভাবে নেই। সত্য বলতে জানি, শুনতেও জানি। মিথ্যুক, খোলস পরা, বিকৃত রুচির মানুষদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। আমি আমার লোকদের নিয়ে আনন্দেই আছি। শত প্রতিকূলতাতেও  মনকে কখনো কলুষিত করতে দেইনি, আজও দিবোনা।”

তিনি আরও লেখেন, ‘এই পেজটি আপাতত আর পাবলিশ করে রাখবার প্রয়োজন দেখছি না। যদি কখনো পাবলিশ করি নিশ্চয়ই জানতে পারবেন। আমার জীবন আমি আমার মতো পরিচালনা করতে চাই।”

সারাবাংলা/এজেডএস

ন্যানসি ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর