Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরতি নিচ্ছেন সাইফ, থাকতে চান পরিবারের পাশে


৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৩

নিজের চতুর্থ সন্তান জন্মানোর মুহূর্তে পরিবারের পাশে থাকতে চান। তাই বলিউডের সমস্ত রকম শুটিং থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি ভারতীয় একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সেই বিরতির কথাই জানিয়েছেন এই অভিনেতা। বলেছেন, ‘বাড়িতে যখন নতুন অতিথি আসতে চলেছে, তখন কে কাজ করতে চায়। যদি নিজের সন্তানকে বড় হতে নাই দেখি, তাহলে তো বড় ভুলই করলাম।’

এর আগে, প্রথম সন্তান সারা যখন জন্মগ্রহণ করেছিল, তখনও পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাইফ। ওই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, একজন অভিনেতা হিসাবে তিনি তার কাজ ভালবাসেন। আবার নিজের পরিবারের সঙ্গেও ঘুরতে, সময় কাটাতে, বাচ্চাদের বড় হতে দেখতে ভালবাসেন। এমন পরিবার থাকার জন্য, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। এদিকে সেই ম্যাগাজিনের কভার পেজ ইনস্টাগ্রামে শেয়ার করে সাইফকে ‘the coolest husband ever’ বলে উল্লেখ করেছেন নবাব পত্নি কারিনা কাপুর খান।

উল্লেখ্য, তৈমুরের পর দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। এই সময় চুটিয়ে উপভোগ করছেন তিনি। প্রথম সন্তান জন্মানোর সময়েও কাজের মধ্যে ব্যস্ত ছিলেন বেবো। এবারও তার ব্যতিক্রম নয়। কাজ-বন্ধু-পরিবার এই নিয়ে ভালই আছেন ‘নবাব পত্নী’। অন্যদিকে, সাইফ আলী খানকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘তান্ডব’-এ। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য সিরিজের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ দায়ের হয়েছিল। পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও সাইফের হাতে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘আদিপুরুষ’ ও ‘বান্টি অউর বাবলি টু’র মতো ছবি।

কারিনা কাপুর খান তৈমুর আলী খান বলিউড অভিনেতা মা হচ্ছেন কারিনা সাইফ আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর