Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী তারিনের বাবা আর নেই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০২

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক, চিত্রনাট্যকার ও উপস্থাপক রুম্মান রশিদ খান। তিনি সারাবাংলাকে বলেন, তারিন আপুর বাবা অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। প্রায় ৫০ দিনের মত তাকে হাসপাতালে রাখতে হয়েছিল। সম্প্রতি তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে গতকাল (সোমবার, ৮ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে আনা হয়। সেখানে ডাক্তাররা জানান তার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি মো. শাহজাহানকে কোথায় দাফন করা হবে।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর