‘আমি মেরিল স্ট্রিপ ও গাল গ্যাডোটের চেয়েও সেরা’, দাবি কঙ্গনার
৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৯
বলিউডের বিতর্কের কেন্দ্রবিন্দু মানেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সরব তিনি। সুশান্তের মৃত্যুতে বলিউডের নেপোটিজম, ফেভারিটিজম এবং নানা অন্ধকার দিক তুলে একের পর এক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। বিতর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে তার নাম। আর সেই বিতর্কে জড়াতে গিয়ে জড়িয়ে পড়েছেন আইনি বিপাকেও। তাতে কি? কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি তাকে। বিতর্কের আগে আগেই চলাটাই যেন তার স্বভাব। সেই ধারা বজায় রেখেই এবার নিজেকে সারা বিশ্বের সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করলেন কঙ্গনা।
শুধু কি তাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিনীত ‘থালাইভি’ ও ‘ধাকড়’ সিনেমার কিছু ছবি শেয়ার করে নিজেকে বিশ্বের সেরা অভিনেত্রী বলে দাবি করে লিখেছেন, এই তর্কে তাকে কেউ হারাতে পারলে এ নিয়ে যাবতীয় অহংকার ত্যাগ করবেন তিনি।
https://twitter.com/KanganaTeam/status/1359028812198129664
মাল্টি লিঙ্গুয়াল বায়োপিক ‘থালাইভি’তে দক্ষিণের ‘আম্মা’ জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। আবার অ্যাকশন নির্ভর ‘ধাকড়’ সিনেমায় রয়েছেন এজেন্ট অগ্নির ভূমিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই চরিত্রের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এক্কেবারে ভোলবদল। অভিনেত্রী হিসেবে আমি যে ধরনের বৈচিত্র ক্যামেরার সামনে তুলে ধরেছি এই সময় দাঁড়িয়ে সারা বিশ্বে কেউ তা করতে পারেনি। মেরিল স্ট্রিপের মতো নিখাদ প্রতিভা আমার। কিন্তু গাল গ্যাডোটের অ্যাকশন করার গ্ল্যামারও রয়েছে।’
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সন্ত্রাসবাদী বলায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন কর্ণাটকের আইনজীবী হর্ষবর্ধন পাতিল। কর্নাটকের এই আইনজীবীর দাবি, “যে দিন থেকে কৃষক আন্দোলন শুরু হয়েছে, সে দিন থেকেই কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে আখ্যা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু তারা সাধারণ কৃষক, যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন। কঙ্গনা তাদের এভাবে অপমান করে আসলে ভারতবর্ষকে অপমান করছেন।”