অন্তর্জালে ‘কবিতা’র মুক্তি
২০ মার্চ ২০১৮ ১৩:৩৬ | আপডেট: ২০ মার্চ ২০১৮ ১৩:৫৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
কবিতা মুক্তি পেলো। ‘মাটির প্রজার দেশে’র কোলে জন্ম হয়েছিল যে কবিতার, তা এখন সবার সামনে। গত ১৫ মার্চ প্রথম ‘কবিতা’ শিরোনামের গানটি প্রকাশ পায় অনানুষ্ঠানিকভাবে। এবার আনুষ্ঠানিকভাবে র্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি।
‘মাটির প্রজার দেশে’ সিনেমার জন্য তৈরি হয়েছে গানটি। সিনেমায় গানটি ব্যবহার না করা হলেও, সিনেমাটির জন্যই তৈরি হয়েছে ‘কবিতা’। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী সাত্যকি ব্যনার্জি। আর সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অর্ক মুখার্জি। এই গানের মাধ্যমে সাত্যকি প্রথম কোনো মৌলিক গান করলেন। গানটি ‘মাটির প্রজার দেশে’ সিনেমাকে উপহার দিয়েছে অর্ক ও সাত্যকি।
২৩ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে ছবিটি। গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেডের ব্যানারে আরিফুর রহমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ।
দেশে মুক্তির আগেই ছবিটি প্রশংসিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সারাবাংলা/পিএ