Saturday 25 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মাতাবেন জেমস


২০ মার্চ ২০১৮ ১৪:১৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুক্রবার (২৩ মার্চ) ময়মনসিংহে অনুষ্ঠিত হবে কনসার্ট। ব্যান্ড ভক্তরা তাই প্রস্তুত থাকতে পারেন ড্রামস ও গিটারে মেতে উঠতে। ময়মনসিংহের মানুষদের জন্য আনন্দটা কিছুটা বেশি হতে পারে। কারণ সেখানে অংশ নেবেন ‘নগর বাউল’ খ্যাত জেমস।

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে ময়মনসিংহের ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। জেমস ছাড়াও এতে অংশ নেবেন শুভ উইথ রকার্স, ব্যান্ড লালন, নেমেসিস, ভাইকিংস ও শিরোনামহীন। কনসার্টের আয়োজক বাংলালিংক।

এতে অংশ নিতে চাইলে ৯৫ টাকা বা তার বেশি রিচার্জ করে MYM লিখে ফ্রি এসএমএস করতে হবে 2500 নাম্বারে। ফিরতি এসএমএস টি কনসার্ট গেটে দেখিয়ে আয়োজনে প্রবেশ করতে পারবেন আগ্রহীরা।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর