Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিয়া মির্জার বিয়ে


১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১১

রিল লাইফে একাধিকবার বসেছেন বিয়ের পিঁড়িতে। এবার রিয়েল লাইফে বিয়ে করতে চলেছেন বলিউডের ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) নতুন জীবনে পা রাখতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।

পাত্র বলিউড ইন্ডাস্ট্রির কোনও চেনা মুখ নয়। তিনি নিখাঁত একজন ব্যবসায়ী। নাম- বৈভব রেখী। গত বছর তাদের ডেটিংয়ের খবর সামনে এসেছিল। সেই প্রেমই বদলে যাচ্ছে পরিণয়ে। জানা গিয়েছে, বাড়িতেই সাদামাটা বিয়ের অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন পরিবারের ঘনিষ্টরা।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিয়ে হয়েছিল দিয়ার। তবে পাঁচ বছর পরই সম্পর্কে ইতি টানেন। যদিও বর্তমানে তাদের বন্ধুত্ব অটুট।

বলিউডে পা রেখেই দর্শকদের নজর কেড়েছিলেন দিয়া। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই ফ্যাকাসে হয়েছে তাঁর জনপ্রিয়তা। শেষবার তাকে অনুভব সিনহার ‘থাপ্পড়’ ছবিতে দেখা গিয়েছিল। সাম্প্রতিককালে ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন। আপাতত তেলুগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শুটিংয়ে ব্যস্ত তিনি।

দিয়া মির্জা দিয়া মির্জার বিয়ে বলিউড অভিনেত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর