আমি এখন পেশাদার অভিনেতা: কাজী হায়াৎ
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৪
খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ। নির্মাণ করেছেন ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘দেশপ্রেমিক’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’ ও ‘ওরা আমাকে ভালো হতে দিল না’র মত চলচ্চিত্র। তিনি সবশেষ নির্মাণ করেছেন ‘বীর’। এ ছবির পর দীর্ঘদিন তিনি নির্মাণে নেই তিনি। এ মুহুর্তে নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনয়ে।
সারাবাংলা তার কাছে জানতে চেয়েছিল কবে আবার পরিচালনায় ফিরবেন। উত্তরে কাজী হায়াৎ বলেন, ‘বলতে পারেন এ মুহুর্তে আমি একজন পেশাদার অভিনেতা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আমি টানা শুটিং করবো তিনটি ছবিতে। এর মধ্যে অনন্ত জলিলের দিন: দ্য ডে ছবিটাও রয়েছে।’
তাহলে কি আপনি আর কোন ছবি বানাবেন না। ‘তা কেন হবে। মারুফ (কাজী মারুফ) আমেরিকা থেকে আসলে নতুন ছবি নির্মাণ করবো। ও এপ্রিলের শেষ নাগাদ দেশে আসার কথা রয়েছে।’
১৯৪৭ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কাজী হায়াৎ। জন্মদিন দিন নিয়ে আলাদা কোন আয়োজন কখনও করা হয় না। এবারের জন্মদিন তিনি গ্রামের বাড়িতে ছোটবেলার বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন বলে জানালেন।
তিনি বলেন, ‘গ্রামের বাড়িতে অনেকদিন আসা হচ্ছিল না। তাই ঘুরতে এসেছি। এখন আমার শৈশবের বন্ধুরা সঙ্গে রয়েছেন। কদিন এখানে কাটিয়েছি। আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরবো। তখন আবার অভিনয়ে ব্যস্ত হয়ে যাবো।’
সারাবাংলা/এজেডএস