Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি ‘ছুটির ঘন্টা’ পরিচালক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০২

ক্লাসিক চলচ্চিত্র ‘ছুটির ঘন্টা’, ‘অশিক্ষিত’র পরিচালক আজিজুর রহমান অসুস্থ হয়ে কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মেয়ে আলিয়া রহমান বিন্দি খবরটি নিশ্চিত করেছেন।

বিন্দি গণমাধ্যমকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি আজিজুর রহমানের ফুসফুসে পানি চলে আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর সান্তাহার রেলওয়ে জংশন শহরের কলসা সাঁতাহার মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন।

তিনি বিখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর সাইফুল মুল্‌ক্‌ বদিউজ্জামাল (১৯৬৭)। তিনি অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘন্টা (১৯৮০) চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।

সারাবাংলা/এজেডএস

আজিজুর রহমান ছুটির ঘন্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর