Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম ইন্ডিয়ানা জোনস নিয়ে ফিরছেন স্পিলবার্গ


২০ মার্চ ২০১৮ ১৭:২৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

১৯৮১ সালের সেই যাত্রা এখনো চলছেই। ইন্ডিয়ানা জোনসের অভিযান শেষ হবার নয়। সেই অ্যাডভেঞ্চার এখনো মনে পুষে রেখেছেন কত না দর্শক। ২০০৮ সালে সিরিজের চতুর্থ পর্ব ও শেষ ছবিটি ‘কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’ শেষ মুক্তি পায়।

চারটি পর্বই পরিচালনা করেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এবার তিনি পরিকল্পনা করেছেন ইন্ডিয়ানা জোনসের পঞ্চম কিস্তি নির্মাণ করার। তবে পঞ্চম পর্বের কাজ শুরু হচ্ছে না এবছর। এখন চলছে পরিকল্পনা, ২০১৯ সাল থেকে শুরু হবে নতুন পর্বের কাজ। আগেরবারের মতো মতো ‘ড. হেনরি ওয়ালটন জুনিয়র’ এর চরিত্রে অভিনয় করা হ্যারিসন ফোর্ড থাকবেন পঞ্চম কিস্তিতেও।

২০১৬ সালে ডিজনি ঘোষণা দেয় যে অ্যাডভেঞ্চার প্রিয় হ্যারিসন ফোর্ডকে নিয়ে ফিরবেন স্পিলবার্গ। তিনি ফিরতে একটু বেশি সময় নিয়ে নিলেন। ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ডিজনি। আর সেটি হলো ২০২০ এর ১০ জুলাই।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর