এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৪
বরণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গিয়েছেন শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সূত্রাপুরে নিজ বাসায়। নারিন্দার পীরের মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের জামাতা ইমতিয়াজ আহমেদ রাশেদ। তিনি জানান, কিংবদন্তি এটিএম শামসুজ্জামান নারিন্দার পীরের মুরিদ ছিলেন। তাই তার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তার গোসল, জানাযা ও দাফন যেন পীরের হাতে হয়। সে অনুযায়ী তার প্রথম জানাযা পীরের মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, এটিএম শামসুজ্জামানের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে শনিবার বাদ আসর সূত্রাপর মসজিদে। এরপর তাকে জুরাইন গোরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবির কবরের পাশে সমাহিত করা হবে।
তবে পারিবারিক ইচ্ছেতে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাকে শহিদ মিনার ও কর্মস্থল এফডিসিতে আনা হবে না।
সারাবাংলা/এজেডএস