পরিবারের ইচ্ছাতেই এফডিসিতে নেওয়া হচ্ছে না এটিএম শামসুজ্জামানকে
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৩
বরণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গিয়েছেন শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সূত্রাপুরে নিজ বাসায়। ৬ দশকেরও বেশি সময় যে জায়গায় কেটেছে এই জনপ্রিয় অভিনেতার, সেই এফডিসিতেই তাকে শেষবারের মতো যেতে দেওয়া হলো না পারিবারিক ইচ্ছার কারণে। এমনটাই জানিয়েছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
খসরু সারাবাংলাকে বলেন, আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা এফডিসিতে এটিএম ভাইকে আনতে রাজি হননি। যাই হোক আমরা চলচ্চিত্র পরিবার তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি।
গণমাধ্যমকে তার কোয়েল আহমেদ জানান, শুধু এফডিসিতে না এটিএম শামসুজ্জামানের মরদেহ শহিদ মিনারেও নেওয়া হবে না।
এদিকে নারিন্দার পীরের মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের জামাতা ইমতিয়াজ আহমেদ রাশেদ। তিনি জানান, কিংবদন্তী এটিএম শামসুজ্জামান নারিন্দার পীরের মুরিদ ছিলেন। তাই তার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তার গোসল, জানাজা ও দাফন যেন পীরের হাতে হয়। সে অনুযায়ী তার প্রথম জানাজা পীরের মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, এটিএম শামসুজ্জামানের দ্বিতীয় জানাজা হবে শনিবার বাদ আসর সূত্রাপর মসজিদে। এরপর তাকে জুরাইন গোরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবির কবরের পাশে সমাহিত করা হবে।
তবে পরিবারের সম্মতি না থাকায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাকে শহিদ মিনার ও কর্মস্থল এফডিসিতে নেওয়া হবে না।
সারাবাংলা/এজেডএস