Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ দুরন্ততে বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’


২১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৪

পিউ ও টিয়া পাখির গল্পটি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নাটক প্রচার করবে দেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত টেলিভিশন’। ভাষা নিয়ে নির্মিত এই নাটকের নাম- ‘ঝুটুম পাখির কথা’। নূর সিদ্দিকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। আর এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।

‘ঝুটুম পাখির কথা’ নাটকের গল্পে দেখা যাবে, ছোট্ট পিউ-এর পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ। আর তা হলো, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হল, এই টিয়াও কথা বলতে পারে না। দোকানি বলেছে, তাকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিকে কথা শেখাতে পিউ-এর প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হল- যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মত করে কোনো কথা বলতে পারে না। তারপরেও পিউ চেষ্টা চালিয়ে যায়।

‘ঝুটুম পাখির কথা’ নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে আজ (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায়।

জিতু আহসান দুরন্ত টেলিভিশন বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’ সাবিহা জামান সুষমা সরকার সৈয়দ হাসান ইমাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর