Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘গন্তব্য’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪০

অরণ্য পলাশ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘গন্তব্য’। ছবিটির কারণে পরিচালককে হোটেল বয়ের চাকরিও করতে হয়েছিল। নানা জটিলতায় আটকে ছিল ছবিটি। সকল জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ‘গন্তব্য’।

ছবির প্রযোজক আনোয়ার আজাদ জানিয়েছেন, ছবিটি আগামী ১৭ মার্চ টেলিভিশন প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। এরপর সিনেমা হলে মুক্তি ১৯ মার্চ। আবার ২৬ মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে একসঙ্গে প্রচার করতে চান তারা।

বিজ্ঞাপন

সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছিল সিনেমাটি। তারপর এটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে কানাডা ও বাংলাদেশভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনোয়ার আজাদ ফিল্মস’।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল অনেক আগেই। ‘গন্তব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মী, আমান রেজা, আফফান মিতুল, মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, কাজী শিলা প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

অরণ্য পলাশ গন্তব্য

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর