এবার আইসিটি বিভাগের জন্য দীপনের সিনেমা
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:২০
দীপংকর দীপন বানিয়েছিলেন বাংলাদেশের পুলিশকে নিয়ে প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি চারটি ক্যাটাগরিতে জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওই ছবির সফলতায় তিনি দেশের এলিট ফোর্স ‘র্যাব’কে নিয়ে বানিয়েছেন ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। তিনি এবার আইসিটি বিভাগের জন্য সিনেমা বানাচ্ছেন।
ছবিটির নাম ঠিক না হলেও এর বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট দুনিয়া। সে দুনিয়ার নিরাপত্তা ও বিভিন্ন দেশের সঙ্গে সাইবার যুদ্ধ নিয়ে ছবির কাহিনি এগোবে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ছবিটির ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আমরা আইসিটি বিভাগ থেকে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি, যেটি পরিচালনা করবেন দীপংকর দীপন।’
দীপন জানান, তিনি দীর্ঘদিন ধরে ছবিটি নিয়ে গবেষণা করছেন। এ ব্যাপারে মন্ত্রণালয় তাকে সহায়তা করেছে।
ছবিতে কারা অভিনয় করবে তা জানা না গেলেও এর শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে।
সারাবাংলা/এজেডএস