Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিটলিস্টে প্রতীক হাসানের ‘পরকাল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩০

মৃত্যুর চেয়ে ধ্রুব সত্য আর কিছু নেই। এ বিষয়টি এবার গানে গানে প্রকাশ করলেন কণ্ঠশিল্পী প্রতীক হাসান। ‘ঘুম ভাঙলে সকাল, হায়রে না ভাঙলে পরকাল’- শিরোনামের এই গানটি জি-সিরিজ ইউটিউব চ্যানেলে ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। প্রকাশের কয়েকদিনের মধ্যেই গানটি দুই লাখ ভিউ পার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সপ্তাহের হিটলিস্টে আছে ‘পরকাল’ শিরোনামের এই ভিন্নধর্মী কথার গানটি।

শুধু তাই নয়, সঙ্গীতপিপাসুদের হৃদয়ের জমিনে জায়গা করে নিয়েছে বলে গানটি এখন তরুণ প্রজন্মের শ্রোতাদের মুখেমুখে। শব্দের সুনিপুন গাঁথুনির আশ্রয়ে ভিন্নধারার কথার মৃত্যুচেতনার জনপ্রিয় এই গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক।

বিজ্ঞাপন

দেহের মাঝে প্রাণের খেলা/ হেলায় ফেলা কাটে বেলা/ কেউ জানে এমন খেলা/ চলবে কতকাল/ ঘুম ভাঙলে সকাল, হায়রে না ভাঙলে পরকাল/’-এমন কথামালার শ্রুতিমধুর এই গানটির সুর করেছেন ফাজবির তাজ। সঙ্গীতায়োজনে ছিলেন রানা আখন্দ।

গানটি সর্বমহলে জনপ্রিয়তা পাওয়াতে গায়ক হিসেবে প্রতীক হাসানও নতুন করে টপলিস্টে চলে এসেছেন। প্রতীক হাসান বলেন, আমি সবসময় আধুনিক, রোমান্টিক প্যাটার্ণের গান করেছি। এই প্রথম ভিন্নধারার কথার ব্যতিক্রমী একটি গান করলাম। এই গানটির মধ্য দিয়ে আমি অনেক দিন শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকতে পারবো বলে আশা করছি। এমন অসাধারণ কথার একটি গান লেখার জন্য গীতিকার সায়ীদ আবদুল মালিক ভাইকে আন্তরিক ধন্যবাদ।

সায়ীদ আবদুল মালিক বলেন, দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। একটু ভালো থাকার জন্যে ক্ষণস্থায়ী এই জগতে আমরা কত কি যে করি তার কোন হিসাব নেই। দুই দিনের এই দুনিয়াতে সৎভাবে বেঁচে থাকা ও চিরন্তন সত্য মৃত্যুর প্রতি মানুষের খেয়াল ও চেতনাকে জাগ্রত করার প্রত্যয় থেকেই এই গানটি রচনা করি।

বিজ্ঞাপন

দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

সারাবাংলা/জেআইএল/ এজেডএস

পরকাল প্রতীক হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর