জয়া আহসানের নতুন ছবি ‘ক্রিসক্রস’
২১ মার্চ ২০১৮ ১৩:০৮ | আপডেট: ২১ মার্চ ২০১৮ ১৭:০৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শোনা যাচ্ছিল স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় করবেন ‘ক্রিসক্রস’ সিনেমায়। কিন্তু দুটি কারণ দেখিয়ে সরে গেছেন স্বস্তিকা। তার একটি চরিত্রে তেমন জোর নেই, অন্যটি দুর্বল চিত্রনাট্য।
এরপর আরও অনেকের নামই এসেছে নায়িকা হিসেবে। শোনা গেছে অভিনেত্রী রাইমা সেন, তনুশ্রীর নাম। কিন্তু সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জয়া আহসান।
‘ক্রিসক্রস’ সিনেমাটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এর আগে ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’, ‘জানি দেখা হবে’ সিনেমাগুলোর পরিচালক তিনি। মঙ্গলবার (২০ মার্চ) শুরু হয়েছে সিনেমার শুটিং। খবর ভারতীয় গণমাধ্যমের।
সিনেমা নিয়ে বিরসা বলেন, ‘চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে কথা হওয়ার পরে ওই চরিত্রটা বহু বার রিওয়র্ক করি। তখনও কাউকে কাস্ট করার কথা ভাবিনি। চরিত্র ফাইনাল হওয়ার পরে প্রথমে শ্রীকান্তদা (মেহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয় জয়ার।’
ছবির সংগীত পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম।
সারাবাংলা/পিএ