মার্চেই আসছে ‘অলাতচক্র’
২ মার্চ ২০২১ ১৫:১০
প্রখ্যাত লেখক, চিন্তক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। উপন্যাসটি অবলম্বনে একই নামে ছবি বানিয়েছেন হাবিবুর রহমান হাবিব। গত বছরের ১৫ ডিসেম্বর সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে বোর্ড সদস্যরা ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তও দিয়েছিল। কিন্তু মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছিল না। অবশেষে জানা গেল ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে।
মুক্তি উপলক্ষ্যে ‘অলাতচক্র’ ছবিটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে হাতে ধরে রাখা আয়নায় জয়া আহসানের মুখচ্ছবি। চেহারা জুড়ে রয়েছে ভিষন্নতার ছাপ। কিন্তু কেন, তা প্রশ্নের উদ্বেগ করে।
‘অলাতচক্র’ ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি।
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ‘অলাতচক্র’র গল্প। এতে তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল ও আজাদ আবুল কালাম।
আহমদ ছফার উপন্যাসের চলচ্চিত্রায়ন বেশ কঠিন জানিয়ে হাবিব বলেন, ছয় বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এর চিত্রনাট্য। তাই অভিনেতা নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
নির্মাতা বলছেন এটি হচ্ছে বাংলাদেশের প্রথম থ্রিমাত্রিক (থ্রিডি) ছবি।
সারাবাংলা/এজেডএস