Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম্পত্য সম্পর্কের গল্প ‘আরাধ্য’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ মার্চ ২০২১ ১৩:২২ | আপডেট: ৩ মার্চ ২০২১ ১৫:১৯

সজিব চিশতি নির্মাণ করেছেন একক নাটক ‘আরাধ্য’। দাম্পত্য সম্পর্কের গল্পের নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, সেঁজুতি খন্দকারসহ আরো অনেকে।

নাটকের গল্প গড়ে উঠেছে এক দম্পতি জারা-দীপুকে ঘিরে। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত, ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে। একদিন জারা জানায়, সে মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু। তবে পরমুহূর্তেই তার পৃথিবী ওলোটপালোট হয়ে যায়।

বিজ্ঞাপন

দীপুর প্রথম স্ত্রী মৌ এক দুর্ঘটনায় গর্ভাবস্থায় প্রাণ হারিয়েছিল। একের পর এক সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় তার। জারা জানে এ ঘটনার কথা। তবে স্বামীকে সারাক্ষণ সেসব স্মৃতি থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা থাকে তার।  দীপু চায়নি দ্বিতীয়বার ঘর করতে। তবে ঘটনাক্রমে জারাকে বিয়ে করতে হয়েছিল তার।

স্বামীর প্রথম স্ত্রীর এত গল্প, এত কথা জারাকে অসুস্থ করে দেয়। একা থাকলে সে মৌকে দেখতে পায়। কথা বলে। দীপু মৌকে ভুলতে পারেনা, আবার জারাকে ভালোবাসতেও পারেনা। এই মন:স্তাত্বিক টানাপড়েন নিয়েই এগোয় নাটকের গল্প।

দেশব্যাপী লকডাউন কিছুটা শিথিল হবার পরপরই সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে আরাধ্যনাটকের চিত্রধারণ হয়। ‘আরাধ্য’ প্রযোজনা করেছে এস এইস ভিশন। আরটিভিতে বুধবার (৩ মার্চ) রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

আনিসুর রহমান মিলন আরাধ্য জাকিয়া বারী মম রুম্মান রশিদ খান সজিব চিশতি সেঁজুতি খন্দকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর