Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপোতাক্ষের বুকে ফাগুন হাওয়ায়


২১ মার্চ ২০১৮ ১৬:০৩ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:১৯

তুহিন সাইফুল, খুলনা থেকে ফিরে ।।

খুলনার পাইকগাছা থেকে ছোটপথ ধরে আরেকটু গভীরে গেলেই শতবর্ষী রাড়ুলী হরিশচন্দ্র কলেজ। খোলা মাঠের চারপাশে পুরোনো কয়েকটা ভবন। সামনেই নোনা জল বুকে নিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদ। একটু এগুলেই নাম বদলের শিবসা নদী। বিশাল খোলা প্রান্তরের হুহু বাতাস গায়ে মেখে বেড়ে ওঠা এই জনপদেই পরবর্তী সিনেমা ‘ফাগুন হাওয়া’র সেট ফেলেছেন তৌকির আহমেদ।

‘ফাগুন হাওয়া’র গল্প বোনা হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের সুতায়। সেই সময়ের হাওয়ায় ভাসতে থাকা মফস্বলের একদল থিয়েটারকর্মীর বেদনা, বন্ধুত্ব ও বিদ্রোহের বিস্তারিত বর্ণনা এই ছবি।

ভাষা আন্দোলন নিয়ে বৃহৎ পরিসরে কোন সিনেমা নেই, তাই ‘ফাগুন হাওয়া’ হয়ে উঠেছে তৌকির আহমেদের স্বপ্নের সিনেমা। ‘অজ্ঞাতনামা’ খ্যাত এই তারকা পরিচালক বলছেন, ‘এটি আমার স্বপ্নের ছবি। ছবিটি নিয়ে আশা যেমন আছে, শঙ্কাও আছে। বায়ান্ন নিয়ে সেই অর্থে চলচ্চিত্রে খুব বেশি কাজ হয়নি। ‘ফাগুন হাওয়া’ যদি ঠিকমতো নির্মাণ করতে পারি নিঃসন্দেহে এটি একটি সংযোজন হবে।’

ফাগুন হাওয়ায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এর আগে একই পরিচালকের ‘হালদা’ ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। নদী ও নারীর উপাখ্যান হয়ে ওঠা সেই ছবিতে তিশার অভিনয় ছিল গল্পের মতো সুন্দর ও সাবলীল। ফাগুন হাওয়াতেও ‘ডুব’ খ্যাত এই তারকার চরিত্রটি বেশ গোছানো এবং ছিমছাম। ধারণা করা হচ্ছে, তিশার চরিত্রটিই টেনে নিয়ে যাবে সিনেমার গল্প। এই ব্যাপারে পরিস্কার করে কিছু না বললেও নিজের চরিত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘ছবিতে আমি একটি হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছি, নাম দীপ্তি। শক্তিশালী ব্যক্তিত্বের শিক্ষিত একটি মেয়ে যে অন্যায় দেখলে প্রতিবাদ করে।’

বিজ্ঞাপন

এই ছবির নির্দিষ্ট কোন অভিনেতা-অভিনেত্রীকে ‘হিরো’ মানতে নারাজ তিশা। তার মতে ফাগুন হাওয়ার গল্পটাই হিরো। তিশা না মানলেও সিনেমায় ‘হিরো’র ভূমিকায় আছেন নতুন প্রজন্মের অভিনেতা সিয়াম। এর আগে, একটি বড় বাজেটের বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ফাগুন হাওয়ায় যুক্ত হয়েছেন তিনি। দুটি ছবির মধ্যে তৌকিরের ছবিটিকেই এগিয়ে রাখছেন এই অভিনেতা। তার মতে, ‘পোড়ামন টু’-এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে হচ্ছে তাকে। বায়ান্নর আন্দোলনের গল্প, তাই ছবিটির জন্য বদলে ফেলেছেন নিজের লুকও!

ক্যারিয়ারের শুরুতেই কেন নিজেকে ভাঙার অনুশীলন শুরু করলেন সিয়াম? এই অভিনেতা বলেন, ‘এই ছবিটি করার লোভ আমি সামলাতে পারিনি। অসাধারণ চিত্রনাট্য, অসাধারণ সব অভিনয়শিল্পী, সুন্দর বাস্তবায়ন, সবকিছুতেই যথা সম্ভব ভালো করার ব্যাপারটা এখানে সবার মধ্যেই আছে। এই জন্যই নিজের ইমেজ ভাঙার সিদ্ধান্ত নিতে আমার সামান্যতমও ভাবতে হয়নি।’

আগেই বলা হয়েছে ফাগুন হাওয়া তৌকিরের স্বপ্নের সিনেমা, তাই শিল্পী নির্বাচনে নূন্যতম কার্পণ্যও করেননি এই পরিচালক। ছবিটির পাকিস্তানি পুলিশ অফিসারের চরিত্রে তিনি বেছে নিয়েছেন বলিউড অভিনেতা যশপাল শর্মাকে। ‘লগন’ খ্যাত এই তারকাকে বেছে নেয়ার কারণ হিসেবে বলেছেন, যশপাল দেখতে অনেকটা পাকিস্তানিদের মতো!

পরিচালকের এই মন্তব্যের সঙ্গে যশপাল শর্মা অবশ্য দ্বিমত করছেন না, কারণ বর্তমানে হরিয়ানায় বসতি করা এই অভিনেতার পরিবারের রয়েছে দেশভাগে শরনার্থী হওয়ার স্মৃতি! এছাড়াও, চমৎকার ‍উর্দুও বলতে পারেন এই অভিনেতা। যশপাল শর্মা বলেন, ‘বাংলাদেশের একটি ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছি। ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছে। এটাও এই ছবিতে অভিনয়ে সম্মতি দেওয়ার একটা কারণ। এছাড়াও, আমার পাকিস্তানি মার্কা চেহারাটাও চরিত্রের জন্য কাজে দিয়েছে।’

বিজ্ঞাপন

ফাগুন হাওয়ায় এরা ছাড়াও আরও অভিনয় করছেন আবুল হায়াৎ, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেমের মতো শক্তিমান অভিনেতারা। আছেন হাসান আহমেদ ও নুসরাত জাহান জেরীর মতো নতুনরাও। ছবিটি আগামী ফাগুনে মুক্তি দেয়ার লক্ষ্যেই দৃশ্যধারণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তৌকির। ফাগুন হাওয়া প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর