Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সিনেমা নিয়ে সাদমান সামির

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মার্চ ২০২১ ১৭:৫৭

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক সাদমান সামীর। এরই মধ্যে মুক্তি পেয়েছে সাদমান অভিনীত ‘সুপার হিরো’, ‘এপার ওপার’, ‘টাইম মেশিন’ ছবিগুলো। এবার সাদমান সামীর দর্শকদের সামনে হাজির হচ্ছেন দুটি ছবি নিয়ে।

এরমধ্যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত শফিউল আজম পরিচালিত ‘উদীয়মান সূর্য’ ছবিটি কাজ শেষে এখন মুক্তির অপেক্ষায়।

আর এবার সাদমান আলোচনায় এসেছেন শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে। নাসির উদ্দিন পরিচালিত ‘বাসর ঘর’ সিনেমাটির শূটিং এরই মধ্যে শুরু হয়েছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর সিনেমা পরিচালনায় ফিরলেন পরিচালক নাসির উদ্দিন। সিনেমায় সাদমান সামীরের বিপরীতে কাজ করছেন তানহা মৌমাছি।

বিজ্ঞাপন

সাদমান-তানহা ছাড়াও ‘বাসর-ঘর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঝুনা চৌধুরী, নাসির উদ্দিন দিলু, শিরিন আলম, আমিন সরকারসহ অনেকে।
নিজের কাজ সম্পর্কে সাদমান সামীর বলেন, ‘উদীয়মান সূর্য ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। অন্যরকম গল্পের ছবি। আর এখন কাজ করছি বাসর ঘরে। এই ছবিটির গল্পেও দারুন মজা আছে। আশা করছি দর্শকরা অন্যরকম আনন্দ পাবেন।’

এই ছবিগুলো ছাড়া আরো একাধিক সিনেমার ব্যাপারে কথা বার্তা চলছে বলে জানান সাদমান সামীর। ব্যাটে বলে হলে শিগগিরই নতুন খবর দিতে পারবেন দর্শকদের।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ৭২
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর