কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তথ্যচিত্র
২১ মার্চ ২০১৮ ১৬:৫৭ | আপডেট: ২১ মার্চ ২০১৮ ১৬:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
৭১তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র। ‘কমন জেন্ডার’ খ্যাত পরিচালক নোমান রবিন পরিচালিত এই তথ্যচিত্রের নাম ‘আ কোয়ার্টার মাইল কান্ট্রি’। কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম ক্যাটালগে প্রকাশ পেয়েছে এর বিস্তারিত।
৩৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু। মোনা এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া ও তানভীর সেজান ফিল্মস।
‘আ কোয়ার্টার মাইল কান্ট্রি’-সহ এখন পর্যন্ত বাংলাদেশের তিনটি সিনেমা ৭১তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শনের তথ্য পাওয়া গেলো।
বাকি দুটি চলচ্চিত্রের মধ্যে একটি হলো মনজুরুল আলম পরিচালিত ১১ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’। দ্বিতীয়টি দেশের আরেক নির্মাতা জসিম আহমেদ নির্মিত ‘আ পেয়ার অব স্যান্ডেল’। এই সিনেমাও নির্মিত হয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়ে।
সারাবাংলা/পিএ