মা-বাবা ও শিশুদের নিয়ে দুরন্তর ‘মর্যাদায় গড়ি সমতা’
৮ মার্চ ২০২১ ১২:১১
নারী দিবস ২০২১ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছে দেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত টেলিভিশন’। ‘মর্যাদায় গড়ি সমতা’ নামে এই অনুষ্ঠানটির মূল বিষয় পরিবারে মায়ের কাজের মর্যাদা। শিশুদের সাথে গল্প ও খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন নারী কত ধরনের কাজের সাথে যুক্ত থাকেন। মাকেই এখানে নারীদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন-এর আগ্রহ ও সহযোগিতায় নির্মিত ‘মর্যাদায় গড়ি সমতা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিশুদের মধ্যে নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহ্দী, সুকন্যা প্রাচী; মায়েদের মধ্যে রিসালাত রহমান, ফারহা জামান, ফারহানা হাফিজ এবং বাবা- আনিসুল হক, মারুফ কবির, আদিল খান।
শাহানা হুদা রঞ্জনার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার। প্রচারিত হবে সোমবার (৮ মার্চ) বিকাল ৫টায়।