Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-বাবা ও শিশুদের নিয়ে দুরন্তর ‘মর্যাদায় গড়ি সমতা’


৮ মার্চ ২০২১ ১২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী দিবস ২০২১ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছে দেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত টেলিভিশন’। ‘মর্যাদায় গড়ি সমতা’ নামে এই অনুষ্ঠানটির মূল বিষয় পরিবারে মায়ের কাজের মর্যাদা। শিশুদের সাথে গল্প ও খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন নারী কত ধরনের কাজের সাথে যুক্ত থাকেন। মাকেই এখানে নারীদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশন-এর আগ্রহ ও সহযোগিতায় নির্মিত ‘মর্যাদায় গড়ি সমতা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিশুদের মধ্যে নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহ্দী, সুকন্যা প্রাচী; মায়েদের মধ্যে রিসালাত রহমান, ফারহা জামান, ফারহানা হাফিজ এবং বাবা- আনিসুল হক, মারুফ কবির, আদিল খান।

বিজ্ঞাপন

শাহানা হুদা রঞ্জনার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার। প্রচারিত হবে সোমবার (৮ মার্চ) বিকাল ৫টায়।

বিজ্ঞাপন

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ৭২
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর