‘তুমি আছো তুমি নেই’ নিয়ে দীঘির মন্তব্য, ক্ষেপেছেন পরিচালক
৯ মার্চ ২০২১ ১৮:২১
শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দীঘির নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ‘তুমি আছো তুমি নেই’। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকে নানাভাবে ট্রলের শিকার হয়েছেন দীঘি। তিনি এক সাক্ষাৎকারে তিনি নিজেও হতাশ বলে জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, এ ছবি চলবে না। আর তাতেই ক্ষেপেছেন ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি রীতিমত মামলার হুমকি দিয়েছেন।
গণমাধ্যমের খবরে জানা গেছে, বর্ষীয়ান এ নির্মাতা ছবির নায়িকা হিসেবে নিজের অভিনীত ছবি সম্পর্কে নেগেটিভ মন্তব্যকে সহজ চোখে দেখছেন না। তিনি মনে করছেন এতে তার মানহানি হয়েছে।
ঝন্টু বলেন, ‘আজকে কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না।’
ঝন্টু আরও বলেন, আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ ছবির প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।
‘তুমি আছো তুমি নেই’ ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। আগামী ১২ মার্চ ছবিটি মুক্তি পাবে।
সারাবাংলা/এজেডএস