Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয় লীলা ও আলিয়া আবার একসঙ্গে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ মার্চ ২০২১ ১৪:৪০

সঞ্জয় লীলা বানশালির সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক আরো পাকাপোক্ত হতে যাচ্ছে। তারা দুজন দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার কোন ছবিতে নয়, তাদের দেখা যাবে একটি ওয়েব সিরিজে। নাম ‘হীরা মান্ডি’।

বানশালীর পরিচালনায় আলিয়া ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ তে দুর্দান্ত পারফর্ম্যান্স দেওয়ার কারণে ছবিটি মুক্তির আগেই দ্বিতীয় কাজ চূড়ান্ত করা হয়েছে, বলে জানা গেছে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা বলছে, ওয়েব সিরিজিটি ১০-১২ নারী মূল চরিত্রে অভিনয় করবেন। তাদের মধ্যে একটি চরিত্রে থাকছেন আলিয়া ভাট। তিনি ইতোমধ্যে কাজটি করতে সম্মত হয়েছেন।

জানা গেছে, আলিয়ার চরিত্রটিতে প্রচুর কাজ করার জায়গা রয়েছে। যা দর্শকরা উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

তবে আশা করা হচ্ছে বানশালি-আলিয়া জুটি দ্বিতীয় কাজে আটকে থাকবে না। তারা তৃতীয় আরেকটি কাজ করবেন আর তা একটি সিনেমা।

যদি বানশালি-আলিয়া জুটি হ্যাটট্রিক করে তাহলে বানশালির এটি হবে তৃতীয় হ্যাটট্রিক। তিনি এর আগে ঐশ্বরিয়াকে নিয়ে ‘হাম দিল দে চুকে সনম, দেবদাস, গুজারিশ’ এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ নির্মাণ করেছেন।

সারাবাংলা/এজেডএস

আলিয়া সঞ্জয় লীলা বানশালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর