‘ব্রক্ষ্মাস্ত্র’ আসছে দিওয়ালিতে
১৯ মার্চ ২০২১ ১৫:৫২
গত ৩০ জানুয়ারি ভারত সরকার তাদের সকল সিনেমা হলে পূর্ণ আসনে টিকেট বিক্রির অনুমতি দেয়। তারপর থেকে একের পর এক ছবির মুক্তির ঘোষণা আসতে থাকে। তবে ‘ব্রক্ষ্মাস্ত্র’র মতো বহুল প্রতীক্ষিত ছবি মুক্তির তারিখ ঘোষণা আসছিল না।
ছবিটি গত বছরের ৪ ডিসেম্বর মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে মুক্তি দেওয়া যায়নি। অবশেষে প্রযোজনা সংস্থা জানিয়েছে এটি আগামী দিওয়ালিতে নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে মুক্তি পাবে।
ওই সময়ে মুক্তি পেলে কয়েকটি বড় ছবির সঙ্গে ক্ল্যাশ হতে পারে ‘ব্রক্ষ্মাস্ত্র’র কিন্তু তা নিয়ে প্রযোজক চিন্তিত নন বলে জানিয়েছেন। তারা আর দেরি করতে চান না।
‘ব্রক্ষ্মাস্ত্র’র প্রধান চরিত্রে আছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর আর আলিয়া ভাট। ছবিতে রনবীরের চরিত্রের নাম শিবা এবং তার মেন্টরের ভূমিকায় ‘মিস্টার বিগ বি’ অমিতাভ বচ্চন। তাদের দুজনের বেশির ভাগ দৃশ্যে ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করা হবে।
সারাবাংলা/এজেডএস