Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে বিপাশা ও জন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৩:০৩

শাপলা মিডিয়া সম্প্রতি ১০০ ছবির ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে অনেকগুলো ছবির শুটিং শুরু হয়েছে। সে প্রজেক্টের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কবির ও সাঞ্জু জন।

কালাম কায়সার পরিচালিত ছবিটির নাম ‘যার নয়নে যারে লাগে ভালো’।

নির্মাতা জানান, বিপাশা ও জন বাস্তব জীবনে পরস্পর পরস্পরের ভালো বন্ধু। তাই আশা করছি তাদেরকে নিয়ে একটি ভালো ছবি উপহার দিতে পারবো।

ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরায়।

বিপাশা ছবিটি নিয়ে বলেন, ‘খুবই সুন্দর একটা গল্পের ছবি এটা। আমি খুবই কৃতজ্ঞ শাপলা মিডিয়া ও কালাম কায়সার ভাইয়ার কাছে এমন একটি ছবিতে আমাকে নেওয়ার জন্য। এখানে আমার চরিত্রটিও অনেক সুন্দর। দর্শকরা অনেক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

জন বলেন, ‘আমরা দুজন বেশ ভালো বন্ধু। তাই কাজটা করতে আমাদের জন্য অনেক সহজ হবে।’

সারাবাংলা/এজেডএস

বিপাশা কবির যার নয়নে যারে লাগে ভালো শাপলা মিডিয়া সাঞ্জু জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর