Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মত্যাগের স্তম্ভ ‘বিউটি বোর্ডিং ১৯৭১’


২৪ মার্চ ২০২১ ১৬:১৫

২০২০ সাল। কোন এক রাতে বিউটি বোর্ডিংয়ে এসে হাজির হন বৃদ্ধ সোবহান আলী। এই তো সেই বিউটি বোর্ডিং ষাট বছর আগে যেমন দেখেছিলেন তেমনি আছে। সোবহানের চোখে ধীরে ধীরে আমরা চলে যাই সেই ষাটের দশকের বিউটি বোডিং-এ।

বিউটি বোডিং এর লনে আজ বেশ গরম গরম আড্ডা বসেছে। সেখানে আছেন কবি শামসুর রাহমান, আব্দুল জব্বার, সমরজিৎ রায় চৌধুরী, শিল্পি কাইয়ুম, দেবদাস চক্রবর্তী, বিউটি বোর্ডিংয়ের এর প্রহ্লাদ চন্দ্র সাহা, নির্মল রায়, চিত্রশিল্পী হারাধন বর্মন, বিহারী সামাদ মিয়াসহ আরো অনেকে। কবি শামসুর রাহমান কবিতা পড়ছেন। আর সবাই হেসেই গড়িয়ে পড়ছেন। আইয়ুব সাহের শাষনের প্রতিবাদে উনি লিখেছেন হাতির শুড় কবিতা। সে এক হুলস্থুল ব্যাপার। কবিতা পর্যন্ত হয়তো ঠিক ছিলো কিন্তু সরকারের চাঁছাছোলা সমালোচনা সহ্য হলো না বিহারী সামাদ মিয়ার।

এভাবে দিন গড়িয়ে যায় বিউটি বোর্ডিংয়ের। খুব সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশ আর পুজো সেরে বোর্ডিং চলে আসেন প্রহ্লাদ সাহাবাবু। সমস্ত বোর্ডারদের খোঁজ খবর নেন। রাত দশটা বাজলে উনি বাড়ির দিকে যান। ঘরে তার অনিন্দ্য সুন্দরী স্ত্রী রয়েছেন প্রতিভা রানী সাহা। আছে দুটো পুত্র সন্তান। সবাইকে নিয়ে বেশ হাসি খুশি তার সুন্দর পরিবার।

এদিকে দেশের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। উত্তপ্ত হতে থাকে সব। প্রতিবাদের ঝড় উঠছে পাকিস্তানী সরকারের বিরুদ্ধে। আর সবাইকে উদ্ধুদ্ধ করতে থাকেন প্রহ্লাদ সাহা। এর মধ্যে এসে গেলো ৭ মার্চ। দলবেঁধে বিউটি বোর্ডিং থেকে সবাইকে নিয়ে গেলেন সাহাবাবু। পঁচিশে মার্চের রাত্রিতে ঘরে ফিরতে না ফিরতেই শুরু হলো নারকীয় সেই হামলা। পুরো দলটাকে ধরে নিয়ে যেতে দেখে ফটোগ্রাফার বিজন সরকার। সে দৌড়ে গিয়ে রানীকে খবর দেন। পাগলের মতো ছুটতে থাকেন রানী। বোর্ডিংয়ে যান। কাউকে খুজে পান না। সামাদ মিয়ার কাছে যান। সে হাসতে হাসতে বলে সে কিছুই জানে না। অসহায় রানী সবখানে খুজে বেড়ান তার স্বামীকে। এদিকে অকথ্য নির্যাতনের পরে একে একে মেরে ফেলে সবাইকে। তাদের লাশ ভাসিয়ে দেয় নদীতে। কেটে গেছে কতো বছর। প্রতিভা রানী সাহা তার দুই ছেলেকে নিয়ে বিউটি বোর্ডিং আবারো চালু করেন। হয়তো এখন বুদ্ধিজীবিদের পদচারনায় মুখরিত হয়না ঠিকই, কিন্তু দেশের জন্য আত্মত্যাগের স্তম্ভ স্বরূপ বিউটি বোর্ডিং আজো তেমনি আছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এমনই এক গল্পে নির্মিত হলো বিশেষ নাটক ‘বিউটি বোর্ডিং ১৯৭১’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, রামিজ রাজু, নিশাত প্রিয়ম, এস এম মহসিন, সুজাত শিমূল, শহীদুল্লাহ সবুজ, টুটুল চৌধুরী প্রমূখ।

বিশেষ নাটক ‘বিউটি বোর্ডিং ১৯৭১’ প্রচারিত হবে ২৬ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১১টায় এনটিভিতে।

আনিসুর রহমান মিলন আবু হায়াত মাহমুদ এস এম মহসিন টুটুল চৌধুরী নিশাত প্রিয়ম বিশেষ নাটক ‘বিউটি বোর্ডিং ১৯৭১’ মেজবাহ উদ্দীন সুমন রামিজ রাজু শহীদুল্লাহ সবুজ সুজাত শিমূল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর