Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর নাটক ‘সিঁড়ি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৬:২২ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৯:২০

রাত পেরুলেই বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে।আর স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচার হবে এক ঘণ্টার নাটক ‘সিঁড়ি’।

ত্রিভুজ প্রেমের এই নাটকে অভিনয় করেছেন আফফান মিতুল, সালহা খানম নাদিয়া এবং অ্যালেন শুভ্র। এছাড়া আরো ৩টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, মনিরা মিঠু এবং মুকুল সিরাজ।

জাপান প্রবাসী নাট্যকার পি.আর প্ল্যাসিডের গল্পে এই নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জয় সরকার এবং মিথুন রিবেরু।

নাটকের গল্পে দেখা যায়, আফফান, নাদিয়া এবং অ্যালেন  তিনজনই দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী। আফফান আর অ্যালেন দুইজনই ভালোবাসে  নাদিয়াকে। ওরা ৩ জনই বঙ্গবন্ধুর জীবনী পড়া শুরু করেন প্রধান শিক্ষিক মাসুম আজিজ এবং শ্রেণী শিক্ষিকা মনিরা মিঠুর নির্দেশে। তাদের জীবনে আসে আমূল পরিবর্তন।

সারাবাংলা/এজেডএস

সিঁড়ি স্বাধীনতা দিবস ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর