‘জামাই ভার্সেস শাশুড়ি’ নাটকে ফারিয়া, নিলয় ও মনিরা মিঠু
২৮ মার্চ ২০২১ ১৯:৪১
গীতিকার ও সুরকার জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন ঈদের নাটক ‘জামাই ভার্সেস শাশুড়ি’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া, নিলয় ও মনিরা মিঠু।
নাটকটির কাহিনি লিখেছেন রাফসান। গত ২৫ ও ২৬ মার্চ রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করেছেন পরিচালক।
নাটকটির গল্পের শুরুতে দেখা যাবে, শুভ গ্রামের একটা শিক্ষিত ছেলে । ঢাকা শহরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা চাকুরি করে। সে স্বভাবে সহজ, সরল। শুভ শহরের মেয়ে বিয়ে করবে না, তার বাবার পছন্দ মত গ্রামের শান্ত, শিক্ষিত, ভদ্র একটি মেয়ে বিয়ে করবে। সেই মোতাবেক নীলা নামের এক মেয়ে কে বিয়ে করে নিয়ে আসে ঢাকায়। এই দিকে নীলাকে খুব ভালোবাসে তার মা । মেয়ে কে একা কখনও কোথাও যেতে দেননি। মেয়ের বিয়ের আগেই জামাই বাড়ীর লোকদের কে শর্ত দিয়েছেন ঢাকা শহরে মেয়ে কে একা যেতে দিবে না । সে মোতাবেক মেয়ের সঙ্গে শহরে আসে শুভর শাশুড়ি চাঁদনী।
নাটকটি নিয়ে নিলয় বলে, নাটকটির গল্প খুব মজার, প্রতিটা দৃশ্য দর্শক দেখে খুব মজা পাবে। আমি ফারিয়া প্রথম কোন নাটকে কাজ করলাম, আর আলম ভাইয়ের সাথেও প্রথম কোনো কাজ। খুব কাজ করেছেন আলম ভাই । মিঠু আপুর সাথে অনেক কাজই হয়ে, তিনি ছাড়া এই নাটকের গল্প কেউ ফুটাতে পারতেন না। আশা করছি ঈদে নাটকটি দর্শক প্রিয় হবে।
নাটকটি প্রযোজনা করেছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
সারাবাংলা/এজেডএস