করোনার লক্ষণ, হাসপাতালে ভর্তি হাবিব
৪ এপ্রিল ২০২১ ১৪:০৩
জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে করোনার লক্ষণ রয়েছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, করোনার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে আসেন। এরপর তার করোনার পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। এরপর কোন ঝুঁকি নেননি ডাক্তাররা।
তিনি বলেন, ‘অনেক সময় করোনার পরীক্ষার ফল ভুল আসে। আমরা শুরু থেকেই বিষয়টি মাথায় রেখে তাকে চিকিৎসা দিচ্ছি। ওনার জ্বর ও কাশি আছে। শরীর অনেকটাই দুর্বল। ফুসফুসের ৩০ ভাগ আক্রান্ত। তাকে আমরা স্পেশাল কেয়ার ইউনিটে রেখেছি।’
তিনি জানান, তার অবস্থা এখন ভালোর দিকে রয়েছে। ২-৩ দিনের মধ্যে আরও কোন সমস্যা না হলে তাকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।
গত বছরের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ।
সারাবাংলা/এজেডএস