প্রচারণায় ‘স্বপ্নজাল’
২৩ মার্চ ২০১৮ ১৯:০৬
এন্টারটেইনেমেন্ট করেসপনডেন্ট ।।
এপ্রিলের ছয় তারিখে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’ সিনেমা। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পরীমণি।
স্বপ্নজালের মুক্তিকে কেন্দ্র করে প্রচারাণার লক্ষ্যে আগামী ২৫ মার্চ রবিবার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে ‘স্বপ্নজাল’-এর কলাকুশলীরা। প্রথমদিন পরীমণি-রোহান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে যাবেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনার পাশাপাশি দেখার আহ্বানও জানাবেন তারা।
‘মনপুরা’ ছবিটির নয় বছর পর গিয়াস উদ্দিন সেলিম পর্দায় আনছেন নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতা।
এই ছবিতে অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
সারাবাংলা/টিএস