Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্পদৈর্ঘ্যে শিপন-হিমি


২৪ মার্চ ২০১৮ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনেমেন্ট করেসপনডেন্ট ।।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বিবেকের কাছে প্রশ্ন’। বাংলাঢোলের প্রযোজনায় সোমেশ্বর অলির চিত্রনাট্যে এটি যৌথভাবে তৈরি করেছেন আল আমিন ও রাসেল আজম। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন, হিমি, পাভেল জামান, সোহান ফেরদেৌস। ছবিটিতে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত ১৩ মিনিট ব্যাপ্তির ছবিটি দর্শকদের ভাবাবে।

বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘বিবেকের কাছে প্রশ্ন’ উপভোগ করা যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিস্ক্রিনে।

বিজ্ঞাপন

‘বিবেকের কাছে প্রশ্ন’ প্রসঙ্গে দুই নির্মাতা বলেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তরুণদের অবদান ছিলো সবচেয়ে বেশি। আমাদের প্রিয় বাংলা ভাষা ও দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। তারা যদি সঙ্কট উত্তরণে এগিয়ে না আসে, দেশীয় সংস্কৃতির বিকাশে উদাসীন হয়- তাহলে সেটি হবে দুশ্চিন্তার বিষয়। আমরা মনে করি, দেশের বেশির ভাগ তরুণ বিপথগামী নয়। এ সময়ের ক্ষয়ে যাওয়া তারুণদের কার্যকলাপ আমাদের চিন্তিত করে, ভয়াবহ সাংস্কৃতিক সঙ্কটের ইঙ্গিত দেয়। আমরা সেই চিত্র তুলে ধরেছি ছবিটিতে’।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর