Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কূল পেরিয়ে ও কূলে অণিমা


১২ ডিসেম্বর ২০১৭ ১২:২৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

‘দিনটি সত্যি বিশেষ ছিল, ভারতীয় বাংলা সিনেমায় প্রথমবারের মত প্লেব্যাক করছি বন্ধুরা এবং সেটা অবশ্যই রবীন্দ্রসংগীত।’

অণিমা রায়ের কন্ঠে সবচেয়ে ভালো যা সুরেলা হয়ে ওঠে তা হচ্ছে রবীন্দ্রসংগীত। এবার সিনেমাতেও রবীন্দ্রনাথের গান করার সুযোগ পেয়ে তাই এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

নবারুণ সেন ও মুরারী রক্ষিত পরিচালিত ‘রি-ইউনিয়ন’ ছবিতে প্লেব্যাক বরবেন বাংলাদেশের জনপ্রিয় এই কন্ঠশিল্পী। গানটির সংগীত আয়োজন করছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক জয় সরকার। ছবিতে প্রধান চরিত্রে আছেন পরমব্রত ও প্রিয়াংকা। সোমবার কলকাতার ‘মেরিয়ট’ হোটেলে হয়ে গেলো ছবিটির মহরত। শুটিং শুরু হবে আসছে ফেব্রুয়ারিতে।

বিজ্ঞাপন

অণিমা রায় ও জয় সরকার

সারাবাংলাকে অণিমা রায় জানান, ‘হৃদয়ের একূল ওকূল দু কূল ভেসে যায়’ শিরোনামের গানটিকে ঘিরেই আবর্তিত হবে ছবিটির গল্প। গানটি ছবির মূখ্য গান। তিনি বলেন, ‘ইউটিউবে আমিসহ প্রায় চল্লিশজন শিল্পীর গান শুনেছেন জয় সরকার দাদা। শেষে আমাকেই পছন্দ করেছেন তিনি। তখনও আমার সাথে তার পরিচয় ছিল না। প্রথমে তিনি আমাকে কলকাতার মেয়ে ভেবেছিলেন। পরে বেশ খোঁজাখুঁজির পর জানতে পারেন আমি বাংলাদেশী।’ অনিমা বলেন, ‘প্রর্থনা করবেন আমি যেন দেশের সন্মান রাখতে পারি।’

সারাবাংলা/টিএস/পিএম

অণিমা রায় জয় সরকার