আইসিইউতে স্থানান্তর ফরিদ আহমেদকে
১১ এপ্রিল ২০২১ ১৪:৪২
সস্ত্রীক করোনায় আক্রান্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। তাকে গত ২৫ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে তার অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়েছে।
ফরিদ আহমেদের পরিবারের ঘনিষ্ঠজন ফরিদা ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘শনিবার সকাল থেকে স্যারের অবস্থার অবনতি হতে থাকে। ১৫ লিটার থেকে অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছিলো ক্রমশ। চিকিৎসকরা দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু শহরের কোনও হাসপাতালেই আইসিইউ ফাঁকা পাচ্ছিলাম না আমরা। সারাদিন চেষ্টার পর অবশেষে রাত ১১টার দিকে স্কয়ার হাসপাতালে ম্যানেজ হয়। ঠিক রাত ১২টা ৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছায় ফরিদ স্যারের অ্যাম্বুলেন্স। আপাতত এটা একটু স্বস্তির খবর। সবাই স্যারের জন্য দোয়া করবেন।’
ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহীনে’ প্রভৃতি।
২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।
সারাবাংলা/এজেডএস