Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফটার এবারের আসরের বিজয়ী যারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ এপ্রিল ২০২১ ১৩:২২

করোনার কারণে দুমাস পিছিয়ে ঘোষণা করা হলো ৭৪তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার। ১০ ও ১১ এপ্রিল লন্ডনের রয়েল আলবার্ট হলে এটি অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে এবারের মনোনীতরা কেউই সরাসরি মঞ্চে হাজির হননি। তারা সবাই অনলাইনে যুক্ত হয়েছিলেন।

তবে বিজয়ীদের নাম ঘোষণা করতে লালগালিচায় পা মাড়িয়েছেন কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতি, ‘লকি’ তারকা টম হিডেলস্টন, অভিনেতা হিউ গ্র্যান্ট, জেমস ম্যাকাভয়, বর্ষীয়ান অভিনেতা রিচার্ড ই গ্র্যান্ট, অভিনেত্রী অ্যান্ড্রা ডে, সিনথিয়া এরিভো, ফেলিসিটি জোন্স। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি স্টুডিও থেকে পুরস্কার প্রদানের জন্য যুক্ত হন রেনে জেলওয়েগার ও আনা কেন্ড্রিক।

একনজরে ২০২১-এর ‘বাফটা’র মূল বিভাগের বিজয়ীরা:
সেরা ছবি: নোম্যাডল্যান্ড
সেরা অভিনেতা: স্যার অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেত্রী: ইয়া জুন উন (মিনারি)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালোয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা সিনেমাটোগ্রাফি: নোম্যাডল্যান্ড
সেরা উদীয়মান তারকা: বাকি বাকরে (রকস)

অসামান্য অভিষেক (লেখক, পরিচালক অথবা প্রযোজক): রেমি উইকস (‘হিজ হাউস’ সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার
সেরা অ্যানিমেটেড সিনেমা: সোল
সেরা মৌলিক চিত্রনাট্য: এমারেল্ড ফেনল (প্রমিজিং ইয়াং ওম্যান)
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার)
সেরা আবহ সংগীত: জন বাটিস্ট, ট্রেন্ট রেজনা ও অ্যাটিকাস রস (সোল)
সেরা চিত্রগ্রহণ: জশুয়া জেমস রিচার্ডস (নোম্যাডল্যান্ড)

সারাবাংলা/এজেডএস

৭৪তম আসর বাফটা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর