পহেলা বৈশাখের নাটক ‘তালাশ’
১৩ এপ্রিল ২০২১ ১৩:৩১
অর্ক দেশের একজন আলোচিত ফটোগ্রাফার। একদিন তার এক কাছের বন্ধু অর্ককে তার জন্মদিনে একটি মাটির শো পিস উপহার দেয়। অর্ক দেখতে পায় সেই মাটির শো পিসটির উপরে তারই ছোটবেলার হুবহু ছবি আঁকা রয়েছে। অবাক হয় সে। অর্ক তার বন্ধুর কাছে জানতে চায় যে সে শোপিসটি কোত্থেকে কিনেছে। বন্ধু শো পিসটি কিনেছিলো গ্রামের কোন এক বৈশাখী মেলা থেকে। অর্ক তার প্রেমিকাকে নিয়ে চলে যায় সেই গ্রামে। খুঁজে বের করে পিসটির কারিগরকে।
অনেক নাটকীয়তার পর অর্ক জানতে পারে যে, ওই কুমারই অর্ক’র বাবা-এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘তালাশ’। দেবজ্যোতি ভক্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বাঁধন, মাজনুন মিজান, শংকর সাঁওজাল প্রমুখ।
বিশেষ নাটক ‘তালাশ’ প্রচারিত হবে ১৪ এপ্রিল (বুধবার) রাত ১০ টায় মাছরাঙা টেলিভিশনে।
দেবজ্যোতি ভক্ত পহেলা বৈশাখের নাটক ‘তালাশ’ বাঁধন মাছরাঙা টেলিভিশন মাজনুন মিজান শংকর সাঁওজাল