Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলিউডে হুমা কুরেশি


১৪ এপ্রিল ২০২১ ১৯:০১

হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউড তারকাদের উপস্থিতি নতুন নয়। এবার এই তালিকায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। হলিউডের ডাক সাইটে পরিচালক জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অফ দ্য ডেড’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হুমাকে। প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যদিও ট্রেলারে ক্ষণিকের জন্যই দেখা গেল এই বলিউড তারকাকে।

এদিকে জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অফ ডেড’ ছবিতে স্বল্প চরিত্রে অভিনয় করেও বেজায় খুশি হুমা কুরেশি। ট্রেলার শেয়ার করে ক্যাপশনে সেকথা জানাতে ভোলেননি অভিনেত্রী।

বিজ্ঞাপন

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রেস্টলার ডেভ বাতিস্তা। দেখা যাচ্ছে এলা পারনেল, ওমারি হার্ডউইকের মতো অভিনেতাদের। ছবিতে হুমার চরিত্রের নাম গীতা। তবে গল্পে চরিত্রটি কীভাবে এসেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২১ সালের মার্চ মাসে ছবির কাজ সম্পূর্ণ হওয়ার কথা। ২১ মে মুক্তি পাবে ছবিটি। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্স হলিউড মুভি হলিউডে হুমা কুরেশি হুমা কুরেশি