Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনিফারের কাছেই কি ফিরছেন ব্রাড পিট?


২৪ মার্চ ২০১৮ ১৮:৩৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা জোলি জুটিয়ে নিয়েছেন প্রেমিক পুরুষ। নতুন প্রেমিকের সঙ্গে বিয়ের গুঞ্জনও ভাসছে বাতাসে। খবর ছিলো না কেবল ব্র্যাড পিটের। দুয়েকবার যাও খবর হয়েছেন, তা থেকে জানা গিয়েছিল অভিনয়ের ভেতরেই আনন্দ খুঁজছেন চারবারের অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেতা।

সঙ্গী বিচ্ছেদে পুরুষ কষ্ট পায়, তারপর সেই সঙ্গী যদি নতুন ‘সঙ্গী জুটিয়ে ফেলে তাহলে কষ্টের তীব্রতাও বাড়ে! ব্র্যাড পিটের বেলায়ও কি সেটাই হচ্ছে? এই প্রশ্নের জবাবে যাই বলুন না কেন, পিট যে কষ্টে আছেন তা বোঝা গেছে সঙ্গীহীনতায়! আর এই দুঃখ ঘোচাতে পিট ফিরছেন তার পুরনো ‘আশ্রয় জেনিফার অ্যানিস্টনের কাছে। এই দুজনকে ঘনিষ্ট হয়ে ঘুরতেও দেখা যাচ্ছে ইদানিং। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তবে কি জেনিফারের কাছেই ফিরছেন ব্র্যাড পিট?

হলিউডের গসিপ ম্যাগাজিনগুলো জানাচ্ছে, ব্র্যাড পিট আর জেনিফার অ্যানিস্টন আবারো ঘনিষ্ট হচ্ছেন। কয়েকটি পত্রিকা বলছে চুপিসারে একই ছাদের তলায় থাকাও শুরু করেছে তারা। আর এই দুজনের সম্পর্ক তৈরিতে নাকি মধ্যস্থতা করেছেন অভিনেতা জর্জ ক্লুনি। প্রসঙ্গত, ২০০৫ সালে জেনিফারের সাথে ডিভোর্সের পরই জোলির সঙ্গে সম্পর্কে জড়ান ব্র্যাড পিট।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর