Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৩:৫২

চট্টগ্রামের এক সাধারণ পরিবার থেকে কবরীকে খুঁজে বের করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সুভাষ দত্ত। মিনা পাল থেকে তাকে বানিয়েছেন কবরী। প্রথম ছবি ‘সুতরাং’ সে যুগে ব্যবসা করেছিল ১০ লাখ টাকা। চলচ্চিত্রের ব্যবসার ভাষায় একে ‘অলটাইম ব্লকবাস্টার’ বলা যায়। ‘রুপবান’-এর পর ‘সুতরাং’ দিয়ে স্বাধীনতাপূর্ব বাংলাদেশে উর্দু ছবির দাফট থামানোর কাজ শুরু হয়েছিল। আর কবরী, রাজ্জাকরা ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রথম বড় তারকা।

বিজ্ঞাপন

শনিবার (১৭ এপ্রিল) কিংবদন্তি এ নায়িকা করোনার কারণে হার মেনেছেন। তার মৃত্যুতে বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী জয়া আহসান দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা তো নয়। তবু আমরা যারা এর বন্ধুর পথ ধরে হাঁটছি, সেটি যাঁদের কষ্টে তৈরি হয়েছে কবরী তাঁদের একজন। কোত্থেকে এসে সারা দেশের চিত্ত জয় করেছিলেন নিমেষে।’

জয়া আরও লিখেন, ‘পাকিস্তান আমলের উর্দু ছবির রাজত্বে তিনি আর রাজ্জাক বাংলা ছবিকে কী জনপ্রিয়ই না করে তুলেছিলেন। তাঁর চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের সজল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শকেরা। কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়।’

সারাবাংলা/এজেডএস

কবরী জয়া আহসান প্রথম যুগ বড় তারকা সুতরাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর