Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমাওয়ালায় রাজের ‘ফ্যামিলি এক্সপ্রেস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৩:৪৫

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা তৈরি করছে একটি বিশেষ সিরিজ। ছয়টি নাটকে মোড়া এই সিরিজের নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’।

রাজ একা নন, তার সহকারী পরিচালকরা সবাই মিলে এগুলো নির্মাণ করেছেন। সব নাটকের কনসেপ্ট রাজের। অ্যাডভাইজরি পরিচালকের দায়িত্ব সামলেছেন তিনিই।

নাটক ছয়টি হলো ‘অ্যাওয়ার্ড’, ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’, ‘সিকিউরিটি গার্ড’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘ইমপসিবল’ এবং ‘পেপার গার্ল’।

সিরিজটি প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘সিনেমাওয়ালা টিমে আমার সহকারী পরিচালকদের আমি পরিবারের সদস্যই ভাবি। আমরা সবাই মিলে পারিবারিক বন্ধনগুলোকে কেন্দ্র করে নতুন নাটকগুলো বানিয়েছি। তাই সিরিজটির নাম রেখেছি ফ্যামিলি এক্সপ্রেস। করোনাকালে এসব গল্প পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস।’

গল্পের প্রয়োজনে নাটকগুলোতে ব্যবহার হয়েছে কয়েকটি গান। এগুলো লিখেছেন জনি হক, মাহমুদ মানজুর, রাশেদ রাব্বি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, মার্সেল, সৈয়দ নাফিস। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, মার্সেল, সৈয়দ নাফিস, এমএনইউ রাজু। একটি গানের কথা, সুর ও কণ্ঠ রবিনের।

আসন্ন ঈদুল ফিতরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে একে একে মুক্তি পাবে ‘ফ্যামিলি এক্সপ্রেস’ সিরিজের নাটক ছয়টি।

সারাবাংলা/এজেডএস

ফ্যামিলি এক্সপ্রেস সিনেমাওয়ালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর