করোনা হানায় একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন। বাংলা চলচ্চিত্রের চির সবুজ নায়ক আলমগীর আক্রান্ত হয়েছে। তিনি গত দুদিন ধরে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি আছেন। তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
তিনি জানান, গত ১৮ এপ্রিল আলমগীর করোনার পরীক্ষা করান। তার ফল পজিটিভ আসায় তিনি হাসাপাতালে ভর্তি হন। তবে তিনি সুস্থ আছেন।
আলমগীর তার স্ত্রী কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাসহ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গত ১৭ এপ্রিল করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।
রুনা লায়লা বলেন, ‘চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো ও আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’
এদিকে, বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি।