‘ইনভিজিবল কোয়ারেন্টিন’ এবার আমেরিকার উৎসবে নির্বাচিত
২২ এপ্রিল ২০২১ ১৭:৩২
করোনা পরিস্থিতি ও একজন নারীর একাকীত্বকে উপজীব্য করে তরুণ নির্মাতা শাহাদাত রাসএল নির্মাণ করেছিলেন ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’। গেল বছর মা দিবসে স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশিত হয়। তখন বেশ প্রশংসিত হয়েছিল। স্বল্পদৈর্ঘ্যটি আমেরিকার ‘ফিল্লুম ইন্টারন্যাশনাল স্টোরিক্যাল অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১’-এর চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে।
চলচ্চিত্র উৎসবটি কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনলাইনে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উৎসবের চলচ্চিত্রগুলোকে জনপ্রিয় ও সমালোচক এ দুই ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।
এর আগে গত বছর স্বল্পদৈর্ঘ্যটি ভারতের ‘আন্তর্জাতিক করোনাভাইরাস চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।
পরিচালনার পাশাপাশি ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’ স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্যও শাহাদাত রাসএলের। এটির একক অভিনয় করেছেন জেবুন্নেসা টুনটুনি। সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী স্বল্পদৈর্ঘ্যটির সঙ্গীত পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবে কাজ করেছেন।
শাহাদাত রাসএল নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘দ্যা রিভার’, ‘কালার অব চাইল্ডহুড’, ‘ডেফিনিশন অব পলিটিক্স’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬টির বেশি পুরস্কার অর্জন করে।
সারাবাংলা/এজেডএস