Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিস্থিতি জটিল, আমেরিকার কাছে সাহায্য চাইলেন প্রিয়াঙ্কা


২৭ এপ্রিল ২০২১ ১২:০৫

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল অবস্থায় ভারত। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকেই। অক্সিজেনের সিলিন্ডার থেকে শুরু করে হাসপাতালে ফাঁকা বেড সবকিছুতেই পড়েছে টান। দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ছুঁয়েছে তিন লক্ষের গণ্ডি। এমন অবস্থায় মার্কিন সরকারের কাছে ভারতীয়দের জন্য ভ্যাকসিনের আর্জি জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বললেন, ‘মার্কিন যুক্তরাজ্যে যেকটা ভ্যাকসিনের প্রয়োজন ছিল, তার তুলনায় বেশি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। তাই অনায়াসে তাদের ভাগ করে নেওয়ার ক্ষমতা রয়েছে।’

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আমার মনে ভেঙে গেছে ভারতকে এইভাবে করোনার সঙ্গে যুঝতে দেখে এবং মার্কিন যুক্তরাজ্যের যতটা প্রয়োজন ছিল ৫৫০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন অর্ডার করেছে @POTUS @WHCOS @SecBlinken @JakeSullivan46 ধন্যবাদ বিশ্বজুড়ে অ্যাস্ট্রোজেনেকা ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি খুব জটিল। তোমরা কি আমার দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে? #Vaxlive।’

বিজ্ঞাপন

যদিও প্রিয়াঙ্কা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালের প্রায় দু’সপ্তাহ দেরিতে টুইটটি করেছেন। গ্লোবাল আইকনের টুইটে অনেকেই লিখেছেন, ‘এই টুইটটা আরো ২ সপ্তাহ আগে জরুরি ছিল’। অনেকে সমর্থন জানিয়ে অভিনেত্রীকে লিখেছেন, ‘ইউএস ইতিমধ্যে ভারতকে ভ্যাকসিন সাপ্লাই করা নিয়ে উদ্যোগ নিয়েছে’। তবে ‘দেশি গার্ল’-এর এই সাহসী পোস্টকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

করোনা ভ্যাকসিন প্রিয়াঙ্কা চোপড়া ভারতে করোনা

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর