তানভীর মোকাম্মেলের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ৬ প্রামাণ্যচিত্র
২৮ এপ্রিল ২০২১ ১৬:৩৯
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও ‘মুক্তিযুদ্ধ ৭১’-এর যৌথ উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছয়টি বিষয়ের উপর ছয়টি প্রামাণ্যচিত্র তৈরী করা হচ্ছে। মূলত তানভীর মোকাম্মেলের মেগা-প্রামাণ্যচিত্র ‘১৯৭১’-এর শুটিংয়ের সময় যে দুই শ’ ঘন্টা ফুটেজ শুট করা হয়েছিল তা থেকেই ছবিগুলি তৈরী করা হবে বলে বিএফআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, প্রামাণ্যচিত্র ‘১৯৭১’-এর ফুটেজ ছাড়া কিছু শুটিংও করা হবে। প্রতিটা ছবির দৈর্ঘ্য হবে এক ঘণ্টা।
‘মুজিবনগরে প্রথম বাংলাদেশ সরকার গঠন ও কার্যক্রম’ নির্মাণ করবেন সন্দীপ মিস্ত্রী ও তাপস বিশ্বাস। সুমন দেলোয়ার বানাবেন ‘নৌ-কমান্ডো অপারেশন’। ‘বাংলাদেশ বিমান বাহিনী গঠন ও অপারেশনসমূহ’ বানাবেন সগীর মোস্তফা ও সাজ্জাদ খান।
‘চট্টগ্রামের প্রাথমিক প্রতিরোধ যুদ্ধ (মার্চ-এপ্রিল)’ বানাবেন সৈয়দ ওয়াসিউদ্দিন আহমেদ, কাজী মুসফিকুস সালেহীন ও নুর-উন-নবী। বিলোনিয়ার যুদ্ধ বানাবেন রানা মাসুদ ও মতিউর সুমন।
‘জনযুদ্ধ একাত্তর’ বানাবেন ড: মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মানিক ও ড: নাজিয়া মাহমুদ।
প্রতিটা ছবির বাজেট তিন লক্ষ চল্লিশ হাজার টাকা। প্রামাণ্যচিত্রগুলো নির্মাণের তত্ত্বাবধান করবেন চলচ্চিত্রনির্মাতা ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল।
সারাবাংলা/এজেডএস