Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেশমির হলো ২৫


২৫ মার্চ ২০১৮ ১৭:২৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

১৯৯৩ সালে সিনেমার নিয়মিত দর্শকরা ছাড়া এক নামে রেশমিকে চেনা নাও যেতে পারে। যদিও রেশমি চরিত্রে অভিনয় করা সেই অভিনেত্রী এখনো জনপ্রিয়, এই প্রজন্মের কাছেও জনপ্রিয়। একটি নাম তাকে চেনার জন্য যথেষ্ট। অনেকেই হয়তো ধরতে পেরেছেন। আর যারা ধরতে পারেননি, তাদের জন্য, তিনি মৌসুমী, চিত্রনায়িকা মৌসুমী।

মৌসুমী অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায় ১৯৯৩ সালের ২৫ মার্চ। সেই হিসেবে আজ (২৫ মার্চ, রোববার) ঢালিউডে জনপ্রিয় এই নায়িকার বয়স হলো ২৫।

অভিনয় জীবনের রজত জয়ন্তী কীভাবে উদযাপন করছেন এই অভিনেত্রী? জানা গেছে মৌসুমী ফ্যান ক্লাবের আয়োজন ছাড়া আর কোনো আনুষ্ঠানিকতা নেই মৌসুমীর। পরিবারের সবাই আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।

অভিনয়ের জন্য তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ‘আমি নেতা হব’ সিনেমাটি।

সারাবাংলা/পিএ  

 

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর