রক্ত রাঙা পথে মা-সন্তানের যাত্রা
২৫ মার্চ ২০১৮ ২১:০৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ভয়াল কালরাত। পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলা, অতর্কিত। নিরস্ত্র বাঙালি তখন প্রাণ বাঁচাতে ছুটছে। কয়েক ঘণ্টায় ঢাকা শহর পরিণত হয় মৃত্যুপুরিতে। লাখো শহীদের রক্তে রাঙা হয়ে যায় পিচঢালা রাজপথ।
২৫ মার্চে প্রাণ দেয়া নাম না জানা লাখো শহীদকে শ্রদ্ধা জানাতে এক যাত্রার আয়োজন করে নাট্য সংগঠন ‘প্রাচ্যনাট’। আয়োজনের নাম ‘লাল যাত্রা’। এই যাত্রায় প্রতিকীরূপে দেখানো হয় একজন মা-কে। যার আঁচল ধরে এগিয়ে যায় বাংলা মায়ের সন্তানেরা।
সপ্তমবারের মতো আয়োজিত হয় ‘লাল যাত্রা’। স্বোপার্জিত স্বাধীনতা থেকে বিকালে সবাই যাত্রা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত। সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করে স্মরণ করা হয় কালরাতের শহীদদের। এবার মা-এর রূপ দিয়েছেন পারভীন সুলতানা কলি।
যাত্রার আগে অনুষ্ঠিত হয় ছোট নাটিকা। আয়োজনের পুরো ভাবনাটা করেছেন রাহুল আনন্দ। ‘লাল যাত্রা’র শ্লোগান ‘দীর্ঘ কালরাত্রির প্রক্কালে লাখো শহীদের লাল রক্তের পথ ধরে স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে।’
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ