Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনী ক্লাবের হয়ে খেলবেন জোভান


৬ মে ২০২১ ১১:৫৬

আবাহনী ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগ খেলার স্বপ্ন দেখেন জোভান। কিন্তু তার সে স্বপ্নের রঙ ফিকে হয়ে আসে একটা দুর্ঘটনায়। একদিন খেলার সময় মারাত্মক ইনজুরিতে পড়ে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। ডাক্তার জানায় সে আর কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না।

এদিকে দীর্ঘদিনের প্রেমিকা সাফা কবিরের সঙ্গে আংটি বদল হয়ে গেছে তার। কিন্তু জোভানের দুর্ঘটনার কথা শুনে সাফার বাবা-মা নতুন করে ভাবতে শুরু করে। জেনে শুনে একটা পঙ্গু ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে চায় না তারা। নতুন করে সাফার বিয়ে ঠিক করে। বাবা-মায়ের চাপে পড়ে সাফাও রাজি হয়। বুকে পাথর চাপা দিয়ে বিয়ের কেনাকাটা করতে যায়।

বিজ্ঞাপন

একদিন কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে একটা পিকআপ তার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সাফা পড়ে যায়। পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠে যাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এবার সাফার পরিণতি কি হবে? উত্তর জানার জন্য দেখতে হবে নাটক ‘সন্ধ্যা নামতে দেরী’।

মারুফ হোসেন সজীবের রচনায় এটি পরিচালনা করেছেন পনির খান। অভিনয় করেছেন জোভান, সাফা কবিরসহ আরও অনেকে। ঈদের চতুর্থ দিন রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

ঈদ নাটক জোভান নাটক ‘সন্ধ্যা নামতে দেরী’ মাছরাঙা টেলিভিশন সাফা কবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর