Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মে ২০২১ ১৪:২৮

২০১৮ সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক কমেডি ছবি ‘আমি নেতা হবো’। শাকিব খান, মিম অভিনীত ছবিটি এবারের ঈদে প্রথমবারের মতো টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এটিএন বাংলার পর্দায়।

ঈদের দিন দুপুর ২টা ৪৫ মিনিটে ছবিটি দেখা যাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ এবং প্রযোজনা করেছেন সেলিম খান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ছবিটিতে বাংলাদেশ থেকে প্রযোজক ছিল শাপলা মিডিয়া আর ভারত থেকে ছিল এসকে মুভিজ।

বিজ্ঞাপন

শাকিব খান ও মিম ছাড়াও ছবিটিতে আরও আছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত এবং সাদেক বাচ্চু।

মুক্তির আগে ‘আমি নেতা হবো’ সেন্সর বোর্ডে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির পর এ ছবিতে নায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটির দ্বিতীয় ছবি।

সারাবাংলা/এজেডএস

আমি নেতা হবো বিদ্যা সিনহা মিম শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর